01713797938

fulhatahs@gmail.com

About School

Welcome to

Fulhata High School

"ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়, ফুলহাতা, মোড়েলগঞ্জ, বাগেরহাট, অত্র বিদ্যালয়টি বাগেরহাট জেলাধীন, মোড়েলগঞ্জ উপজেলার অন্তর্গত ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে ফুলহাতা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি কেওরা নদীর অববাহিকায় অবস্থিত। সুন্দর মনোরম পরিবেশে এখানে পাঠদান পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের পড়াশুনার গুনগতমান সন্তোষজনক। এখানে শিক্ষর্থীর সংখ্যা মোট= ৪৫০ জন, শিক্ষক কর্মচারীর সংখ্যা মোট=১৫ জন। শিক্ষকগণ উচ্চতর ডিগ্রীধারী এবং প্রশিক্ষণ প্রাপ্ত তাঁদের পাঠদান কৌশল ও পদ্ধতি ভাল। বর্তমান নিয়মিত ম্যানেজিং কমিটি কর্তৃক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১২ জন। তাঁরা বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় নিবেদিত। এলাকার শুভানুধ্যায়ীগণ বিদ্যালয় পরিচালনায় সর্বদা সহযোগিতা করেন।